রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। এবারই প্রথম কোন ব্যানার ও শ্লোগান ছাড়াই মানববন্ধন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারীরা। মানববন্ধনে শেয়ারবাজারে কারসাজি করে যারা কোটি কোটি টাকা পুঁজিবাজার থেকে তুলে নিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) মতিঝিলে ডিএসই’র পুরাতন ভবনের সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।
বিক্ষোভকালে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ. কে. এম মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, আমাদের মুখে তালা লাগিয়ে ভয়ভীতি দেখিয়ে আমাদের ধ্বংস করে দিচ্ছে। তাই আজ আমাদের এই মানববন্ধন। বিনিয়োগকারীদের দাবি, এই নিয়ন্ত্রক সংস্থা কে দ্রুত অপসারণ এর মাধ্যমে পুঁজিবাজারের আস্থা ফিরিয়ে এনে মুজিববর্ষকে সফল করা হোক।
তিনি বলেন, যেখানে বাজার মূলধন ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা, সেখানে প্রতিদিন ২০০ থেকে ৩০০ কোটি টাকার ট্রেড হয়, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। এই মুহূর্তে সূচক নেমে এসেছে ৫ হাজার ৪০০ থেকে ৪ হাজার ২০০ তে নেমে এসেছে। এগুলো সব বাজার কারসাজির কুফল।
ঐক্য পরিষদের সভাপতি আরো জানান, গত ১০ বছর ধরে লুটপাটের মাধ্যমে পুঁজিবাজারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বার বার আশা নিয়ে বাজারমুখী হলেও বিনিয়োগকারীদের সেই একই পতনের চিত্র দেখতে হচ্ছে। নীতি নির্ধারণী মহল বৈঠকের নাম দিয়ে শুধু আঁইওয়াশ দেখিয়ে আসছে। এভাবে চলার চেয়ে পুঁজিবাজারের লেনদেন বন্ধ করে দেওয়াই উত্তম বলে জানান তিনি।
সাধারণ বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান এ. কে. এম মিজান-উর-রশিদ চৌধুরী।