মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ে করতে আসায় বরকে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক। শনিবার রাতে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের সিংজুরি গ্রামে এক বিয়ে বাড়িতে হাজির হয়ে বরকে সাজা দিয়ে কারাগারে পাঠান।
জানা গেছে, শনিবার সিংজুরি গ্রামের ৮ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার নাগরপুর উপজেলার তেহালিয়া গ্রামের কোরবান আলীর ছেলে মুক্তার আলীর (২৮) বিয়ের দিন ধার্য করা হয়। বিকেলে চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। কনের প্রাপ্ত বয়স না হওয়ায় বাল্যবিয়ে করতে আসায় বর মুক্তার আলীকে আটক করে ৬ মাসের সাজা দিয়ে টাঙ্গাইল কারাগারে পাঠান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক বলেন, বাল্যবিয়ে সামাজিক ব্যাধি। বাল্যবিয়ের কুফল সম্পর্কে বর ও কনে পক্ষকে অবহিত করা হয়। পরে বরকে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।