রবিবার, ২৭ Jul ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিজের বাগানের গাছ কাটার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি সদস্য ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বিজিবির অস্ত্র ছিনতাই ও বিজিবির সদস্য শাওন খান নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুই দিন পর বৃহস্পিতবার দুপুরে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবির হাবিলদার ইসহাক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মাটিরাঙ্গা থানার পরিদর্শক মো. শামসুদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় গ্রাম বাসীর পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি। মোট ১১ টি ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার এজাহারে ঘটনার দিন মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে সরকারী কর্তব্য কাজে বাঁধা প্রদান, আঘাত, গুরতর জখম, হত্যা ও হত্যা চেষ্ঠার অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাটিরাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. শাহনুর আলম জানান, বিজিবির গুলিতে নিহত সাহাব মিয়া, প্রকাশ মুছা মিয়া, আকবর আলী, আহাম্মদ আলী, মো. মফিজ মিয়া ছাড়াও স্থানীয় মৃত মফিজ মিয়ার ছেলে হানিফ মিয়া এবং মৃত শহীদ উল্লাহর ছেলে মো: রফিকুল ইসলাম, মৃত কাউসার মোল্লার ছেলে মো: মিন্টু মিয়া, আব্দুল মাম্মানের ছেলে মো: মানিক মিয়াসহ ১৯ জনকে অসামী করা হয়েছে। । এ ছাড়াও মামলায় ৬০-৭০ জন অজ্ঞাত আসামী রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার নিজের বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে মাটিরাঙ্গার গাজীনগরে বিজিবি ও গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে বিজিবি সদস্যরা গুলি করলে ঘটনা স্থলেই মারা যায় সাহাব মিয়া ও তার ছেলে মো: আকবর আলী। এসময় গুলিবিদ্ধ অবস্তায় বিজিবি সদস্য শাওন খান, স্থানীয় আহাম্মদ আলী, মফিজ মিয়া এবং মো: হানিফ মিয়াও হাসপাতালে পৌঁছানোর আগে মারা যায়।