মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তিন মাদক পাচারকারীকে সোমবার ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৬ নম্বর বস্তির মৃত নরেশ পান তাঁতির ছেলে সঞ্জয় পান তাঁতি (২৮), একই এলাকার বিনোদ পান তাঁতির ছেলে বিযুষ পান তাঁতি (৩১) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগানের ফেলুয়া বস্তির অতুল পান তাঁতি লক্ষিন্দর এর ছেলে বিশ্বনাথ পান তাঁতি(২১)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগানের সীমান্ত নিকটবর্তী ১৬ নম্বর ও ১৭ নম্বর সেকশন এর মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাদের গ্রেফতার করেন।
অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরের রামনগর ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে আজ সোমবার সকালে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি। ৫৫ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল এস এম এম সামীউন নবী জানান, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল সোমবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর এলাকায় টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় এক ব্যক্তির সন্দেহজনক ঘুরাফেরা দেখে তাকে আটক করতে চাইলে সে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে যায়। টহল বিজিবি পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে এতে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা জব্দ করে। তবে এখনো পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি।