রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছে। ব্যাংকটির এক কর্মকতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বুধবার (৮ এপ্রিল) ব্যাংকের শাখাটি লকডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোহম্মদ শামসুল উল ইসলাম।
তিনি জানান, ব্যাংকের প্রিন্সিপাল শাখার এক কর্মকর্তার জ্বর ছিল। পরে টেস্ট করার পর ফলাফল কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। তাই শাখাটি লকডাউন করে দিয়েছি।
তিনি বলেন, যে কর্মকর্তা করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন, তিনি ব্যাংকের বৈদেশিক লেনদেনে কাজ করতেন। তার সঙ্গে এই সময় ব্যাংকে ছিলেন ৬২ জন। তাদের সবাইকে সঙ্গ রোধে (হোম কোয়ারেন্টাইন) পাঠানো হয়েছে। আগামী ১৪ দিন ব্যাংক লকডাউন থাকবে।
আর প্রিন্সিপাল শাখার কার্যক্রম মতিঝিল আমিন কোর্ট শাখায় স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (০৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক করোনাভাইরাসের সংক্রমণ রোধে লেনদেনের সময় সামাজিক দূরত্ব (৩ মিটার) বজায় রাখার বিষয়ে কঠোর সতর্ক বার্তা দিয়ে একটি সার্কুলার জারি করেছে। পাশাপাশি দর্শনার্থী বা সাক্ষাৎ প্রার্থীদের ব্যাংকে আগমন নিরুৎসাহিত করার পরামর্শ দেয়া হয়েছে।