বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধূকে (৪০) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পুলিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
অভিযুক্তরা হলো, পুটিয়াখালী গ্রামের মৃত আব্দুস সত্তার মুন্সি ছেলে রিসন মুন্সি (৪০) ও একই এলাকার ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা (২০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই অভিযুক্ত রায়হান মোল্লার বাবা ফারুক মোল্লাকে থানায় নিয়ে আসে পুলিশ।
ভুক্তভোগীর স্বামী জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে গৃহবধূর ছোট ছেলেকে পড়াতে আসেন গৃহশিক্ষক ইলিয়াস হোসেন। এ সময় স্থানীয় রিসন মুন্সি ও রায়হান মোল্লাসহ কয়েক যুবক বাড়িতে এসে গৃহবধূর সাথে গৃহশিক্ষকের অনৈতিক সম্পর্ক রয়েছে, এমন অভিযোগ এনে গৃহশিক্ষককে অকথ্যভাষায় গালাগাল করে। একপর্যায়ে তাদের দুজনকে একসাথে করে বেশকিছু আপত্তিকর ছবি তোলে রিসন ও রায়হান। পরে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রিসন ও রায়হান দুজনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ধর্ষণকারীরা চলে গেলে রাত ১টার দিকে গৃহবধূ তার স্বামীকে ফোনে বিষয়টি জানায়। পরে স্বামী ৯৯৯ নম্বরে ফোন দিলে রাজাপুর থানা পুলিশ রাত ৩টার দিকে গৃহবধূ ও গৃহশিক্ষককে উদ্ধার করে।
গৃহবধূর স্বামী মো. হায়দার আকন বলেন, গত দেড়মাস বাড়িতে থাকার পর গতকাল সোমবার সকালে কর্মস্থল খুলনায় চলে যাই। এই সুযোগে স্থানীয় বখাটে রিসন ও রায়হান তাদের দলবল নিয়ে প্রথমে ঘরে লুটপাট চালায় এবং পরে আমার স্ত্রীকে ধর্ষণ করে। আমরা এ বিষয়ে আইনের আশ্রয় নেব।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। তাঁর স্বামী খুলনা থেকে রাজাপুরের উদ্দ্যেশে রওয়ানা হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।