সোমবার, ২১ Jul ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া:
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলায় করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে এবার যান্ত্রিক পদ্ধতিতে( কম্বাইন হারভেষ্টার মেসিন) বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজিহার ইউনিয়নের চৌদ্দমাথার বিলে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল,উপ-সহকারি কৃষি অফিসার প্রকাশ হালদার।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাসের কারণে আগৈলঝাড়া উপজেলায় বোরো ফসল ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দিতে পারে। আর এই আশংকায় যান্ত্রিক পদ্ধতিতে ফসল কর্তন ও মাড়াই শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলায় ভর্তুকি মূল্যে ১ টি কম্বাইন হারভেস্টার ও ৫টি রিপর মেশিন বিতরণ করা হয়েছে। এই যন্ত্র দিয়ে স্বল্প খরচে ঘন্টায় এক একর জমির ফসল কর্তন ও মাড়াই করতে পারবে কৃষক।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত জানান,মাননীয় প্রধান মন্ত্রী কৃষি বান্ধব প্রধানমন্ত্রী সে কৃষকের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে কৃষকদের পাশে দারিয়েছে।