শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক দেবেশ রায়। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি এক নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিলো বয়স হয়েছিল ৮৪ বছর। খবর আনন্দবাজার। বুধবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাঁর অবস্থার অবনতি হয়।
দেবেশ রায় ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। বেড়ে ওঠেন উত্তরবঙ্গে। সেখান থেকেই বামপন্থী রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িয়ে পড়েন। কলকাতায় থাকাকালীন সক্রিয় ভাবে ট্রেড ইউনিয়ন করায় শ্রমিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এসবের পাশাপাশি সাহিত্য চর্চা করতেন। ১৯৭৯ সাল থেকে এক দশক পরিচয় পত্রিকা সম্পাদনা করেছেন। তাঁর প্রথম উপন্যাস ‘যযাতি’। তাঁর সাহিত্যসৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য হল ‘উদ্বাস্তু’, ‘নিরস্ত্রীকরণ কেন’, ‘কলকাতা ও গোপাল’, ‘সময় অসময়ের বৃত্তান্ত’, ‘শরীরে সর্বস্বতা’, ‘বরিশালের যোগেন মণ্ডল’, ‘তিস্তাপুরাণ’ এবং ‘তিস্তাপারের বৃত্তান্ত’। তিস্তাপারের বৃত্তান্ত উপন্যাসের জন্য ১৯৯০ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান।