কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এদুঘর্টনা ঘটে।
নিহত দুই শিশু ওই এলাকার আলম মিয়ার মেয়ে
আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের অকাল মৃত্যুতে দুই পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় রতন চন্দ্র রায়সহ অনেকেই জানান, সোমবার শেষ বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে পড়েন । সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও দুই শিক্ষার্থী বাড়িতে আসেনি। এই দুই শিক্ষার্থী কোথায় গেল এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন দুই পরিবার। পরে গ্রামের বিভিন্ন প্রান্তে দুই পরিবারের লোকজন খোঁজাখুজি করেন।
এক পর্যায়ে কোথাও খুঁজে না পাওয়ায় বাড়ী থেকে দুইশ গজ দুরে খাসের দোলায় ভুট্ট মিয়ার পুকুরে খুঁজতে যান। পরে ওই পুকুরে লাইটের আলোয় দেখতে পান দুই শিক্ষার্থী মরদেহ ভাসছে। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরের শাপলা ফুল তুলে গিয়েছেন বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারনা করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম রাত ৮ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।