শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

বগুড়ায় বেশি ভাড়া আদায়, শ্যামলী পরিবহনকে জরিমানা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩০১

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ থেকে ঢাকার বর্ধিত ভাড়া ৬৪০ টাকা। সেখানে আদায় করা হয়েছে ৮০০ টাকা। সরকারের বেঁধে দেওয়া ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে অমান্য করে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করায় বগুড়ায় শ্যামলী পরিবহন এর একটি বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ জরিমানা করেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম জানান, দূরপাল্লার বাসগুলোতে সরকারের বেঁধে দেওয়া ভাড়া আদায় করা হচ্ছে কি-না সেটি পর্যবেক্ষণের জন্য শহরের ছিলিমপুর এলাকায় প্রথম বাইপাস সড়কে আদালত বসানো হয়। তিনি বলেন, নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন এর একটি বাসকে দুপুর সাড়ে ১২টার দিকে থামানো হয়। এরপর বাসটির ভেতরে বসা যাত্রীদের কাছ থেকে টিকিট নিয়ে দেখা যায় তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত এমনকি শতভাগ বেশি টাকা নেওয়া হয়েছে। তিনি বলেন, নওগাঁ থেকে ঢাকার ভাড়া আগে ছিল ৪০০ টাকা ৬০ শতাংশ ভাড়া বেশি ধরে এখন ৬৪০ টাকা নেওয়ার কথা। কিন্তু একজন যাত্রীর টিকিটে দেখা গেছে, তার কাছ থেকে ৮০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম জানান, সরকারের বেঁধে দেওয়া ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। এর ১৭ দিন পর ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি গণপরিবহণও বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর গত ১ জুন থেকে তা আবার চালু হয়। তবে সরকারের পক্ষ থেকে পরিবহন মালিক-শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। প্রতিটি বাসে নির্ধারিত আসনের ৫০ শতাংশ যাত্রী পরিবহন করতে বলা হয়। যাত্রী কমে যাওয়ায় পরিবহন মালিক-শ্রমিকদের যাতে লোকসান গুনতে না হয় এ জন্য যাত্রীদের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর জন্য বিআরটিএর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com