রবিবার, ১৩ Jul ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জুয়ার আসর থেকে শ্রমিকলীগ নেতাসহ ৪ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার পয়সারহাট এলকায় জুয়া খেলার সময় বরিশাল জেলা পরিষদের সদস্যা ও বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার এর পুত্র উপজেলা শ্রমিকলীগ নেতা ও বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক মিঠু বক্তিয়ার, চাত্রিশিরা গ্রামে মজিদ তালুকদারের পুত্র অহিদ তালুকদার, সিরাজ বক্তিয়ারের পুত্র আকবর বক্তিয়ার ও পার্শবর্তী উপজেলা উজিরপুর উপজেলার সাতলা গ্রামের আব্দুল মোহম্মাদের বেপারীর পুত্র কামাল বেপারীকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে আগৈঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান. মামলার প্রস্তুতি চলছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের বরিশাল জেল হাজতে প্রেরন করা হবে।