রবিবার, ১৩ Jul ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি মির্জাপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে ব্যবসায়ী আটক কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকার প্রধান সড়কে ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে এলাকাবাসী শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৫ কোটি টাকার অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোস্ট: দুই সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-২

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোস্ট: দুই সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-২

ভিশন বাংলা ডেস্ক: সাম্প্রতিককালে দেখা যায় তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের এবং ভুয়া ফেসবুক একাউন্ট তৈরীর মাধ্যমে প্রতারণা, বিভিন্ন গ্রুপ তৈরির মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোষ্ট করে তাদেরকে হেয় প্রতিপন্ন করার ঘটনাগুলো হরহামেশাই ঘটিয়ে আসছে সাইবার অপরাধীরা। র‌্যাব এসকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে।

র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, (১) মাসুম আহম্মেদ (২৪) ও (২) মোঃ শাখাওয়াত হোসেন @ আহনাফ নিশু (২৩), তাহাদের ব্যক্তিগত Facebook ID ব্যবহার করে ‘‘এডিটিং দেখুন’’ গ্রুপ এর মাধ্যমে এই গ্রুপের এ্যাডমিন ও মডারেটরসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোষ্ট করার মাধ্যমে তাদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং ইতিপূর্বে শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তিগণ এই গ্রুপের বিরুদ্ধে র‌্যাব-২ এর পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে র‌্যাব-২ এর গোয়েন্দা টিম পর্যাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাচাই করে তেজগাঁও থানাধীন ১১৫/এ, পশ্চিম নাখালপাড়াস্থ (লুকাস মোড়) বধুয়া সুইট মিট এন্ড কনফেকশনারী এর সামনে গত ০৪/০৬/২০২০খ্রিঃ তারিখ ১৬.৫০ ঘটিকায় উপস্থিত হইলে র‌্যাব সদস্যদের দেখে কৌশলে পালানোর চেষ্টাকালে (১) মাসুম আহম্মেদ (২৪) ও (২) মোঃ শাখাওয়াত হোসেন @ আহনাফ নিশু (২৩)’দ্বয়কে আনুমানিক ১৬.৫৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী (১) মাসুম আহম্মেদ (২৪), তার ব্যক্তিগত আইডি Masum Ahmed এবং (২) মোঃ শাখাওয়াত হোসেন @ আহনাফ নিশু (২৩), তার ব্যক্তিগত আইডি “আহনাফ নিশু” ব্যবহার করে ‘‘এডিটিং দেখুন’’ গ্রুপ এর মাধ্যমে এই গ্রুপের এ্যাডমিন ও মডারেটরসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোষ্ট করার মাধ্যমে তাদেরকে হেয় প্রতিপন্ন করে আসছিল যাহা মানব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতঃ বিভিন্ন অপরাধ সংঘটনে সহায়তা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com