রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এখন থেকে রাস্তায় ও উন্মুক্ত স্থানে কোনো বর্জ্য থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, ‘প্রত্যেক ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মীরা সন্ধ্যা ছয়টা থেকে বাসা-বাড়ি-গৃহস্থালির ময়লা আবর্জনা সংগ্রহ করবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) চলে আসবে। এরপর রাত ১০টা থেকে এসটিএস থেকে ময়লা-আবর্জনা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হবে।’
বুধবার (২৪ জুন) নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসসব কথা বলেন।
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা এরই মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজিয়েছি। এখন থেকে যে ওয়ার্ডগুলোতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নেই সেগুলোতেও আমরা বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করব। আজ ২৩ নম্বর ওয়ার্ড ও ২৯ নম্বর ওয়ার্ডে আমরা এসটিএস নির্মাণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম।’
তিনি আরও বলেন, ‘রাত ৯টা থেকে পরিচ্ছন্নকর্মীরা রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, পানি ছিটিয়ে দেবে এবং ভোর ছয়টা থেকে ঢাকা শহর হবে পরিষ্কার-পরিচ্ছন্ন-ফকফকা।’