রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক ভাঙন আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ ১৯৯২: শাহ আমানত বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু কবে থেকে হিজবুল্লাহপ্রধানকে হত্যায় অভিযান চালানো হয়, জানালো ইসরায়েলের কর্মকর্তারা মুন্সিগঞ্জের সিরাজদিখানে সুমনের অত্যাচার-নির্যাতনে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বাংলাদেশের অপরাজনীতির নিকৃষ্ট উদাহরণ পিরোজপুরের মহারাজ-মিরাজ মাধবপুরে টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১৯ ময়মনসিংহের গৌরীপুরে স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি-শাকিল ,সম্পাদক- ছাইফুল ! আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করব না: ড. ইউনূস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন রেজিস্ট্রার
মোংলায় সুন্দরবন থেকে ২টি নৌকাসহ ৩০ কোজি হরিনের মাংস, ২টি মাথা ও ৮টি পা উদ্ধার

মোংলায় সুন্দরবন থেকে ২টি নৌকাসহ ৩০ কোজি হরিনের মাংস, ২টি মাথা ও ৮টি পা উদ্ধার

মোংলা প্রতিনিধি: সুন্দরবন থেকে পাচারের সময় ২টি নৌকাসহ হরিনের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। রোববার ভোর সাড়ে ৬টার দিকে চাড়াখালী খালে অভিযান চালিয়ে হরিনের মাংস, মাথা ও পা উদ্ধার করতে পারলেও এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনী বন রক্ষিরা।


পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ’র করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানায়, করমজল বন রক্ষিদের নিয়মিত টহল চলছিল। সরকারী ভাবে সুন্দরবনের মধ্যে মাছ ধরার কোন পাশ-পারমিট না থাকায় চড়াখালী খালের মধ্যে দুইটি নৌকা দেখে তাদের সন্দেহ হয় এবং ওই নৌকার দিকে এগিয়ে যায় বন রক্ষিরা। নৌকায় থাকা চোরা হরিন শিকারীরা বনরক্ষিদের উপস্থিতি বুঝতে পেরে নৌকা ফেলে রেখে বনের গহিনে দৌড়ে পালিয়ে যায়। এসময় নৌকায় তল্লাশী করে ৩০ কোজি হরিনের মাংস, ২টি মাথা ও ৮ খানা হরিনের পা উদ্ধার করে এবং নৌকা ২টি জব্দ করা হয়। তিনি আরো বলেন, বনের বনজ, মৎস্য ও বন্যপ্রানী সম্পদ রক্ষার জন্য বনরক্ষিরা সব সময় অভিযান চালিয়ে যাচ্ছে। তার পরেও যারা গোপনে বনের মধ্যে প্রবেশ করে হরিন শিকার করেছে তাদের খুজে বের করার চেষ্টা চলছে। অপরাধীদের ৬জনের বিরুদ্ধে পিওআর মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাংস, মাতা ও পা খুলনা আদালতে নেয়া হবে। সেই আদালতের নির্দেশক্রমে কেরোসিন দিয়ে উদ্ধারকৃত মাংস মাটি চাপা দেয়া হবে বরেও জানায় এ বন কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com