বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে সাম্প্রদায়িক শক্তি। আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে সতর্ক থাকাতে হবে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অসম্প্রদায়িক চেতনা দিয়েই আমরা গড়তে চাই এ দেশের সমৃদ্ধ সোপান। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী হাজার হাজার বছরের ঐতিহ্যে আঘাত হানার অপচেষ্টা করে। আমি আশ্বস্ত করতে চাই শেখ হাসিনার সরকার যতদিন আছে তারা সফল হবে না।