বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং
জাল সনদ তৈরির সরঞ্জামসহ যুবকে আটক করেছে র‌্যাব

জাল সনদ তৈরির সরঞ্জামসহ যুবকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক- রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামসহ মো. হাসান (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৭ সেপ্টম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর মতিঝিল থানার কমলাপুর বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী এক জনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪২টি জাল সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, দু’টি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কী-বোর্ড, একটি মোবাইল ফোন ও দুই হাজার ৬৬৫ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হাসান জানান, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরি করে আসছে। হাসান টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ডে চালিয়ে আসছিলেন।

আটক হাসানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি কাইমুজ্জামান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com