রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

আগৈলঝাড়ায় গ্রহরাজ শনি ঠাকুরের পূঁজা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় গ্রহরাজ শনি ঠাকুরের পূঁজা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে করোনাকালে ধর্মীয় ভাবমূর্তি ও সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রহরাজ শনি ঠাকুরের জেলার সর্ববৃহৎ পুঁজা অনুষ্ঠিত হয়েছে। পূজাঁস্থালে ছিল অগনিত ভক্তবৃন্দের ঢল।
গতকাল শনিবার রাজিহার গ্রামের তরুন সমাজের উদ্যোগে সকাল থেকে রাজিহার শ্রী শ্রী কালী মন্দিরে প্রাঙ্গনে উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে এলাকার হাজারো নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ উপবাস রেখে করোনাকালে ধর্মীয় ভাবমূর্তি ও সামাজিক দুরত্ব বজায় রেখে থেকে দুপুরে গ্রহরাজ শনি ঠাকুরের পূজায় অঞ্জলী প্রদান করেন। পুজো মন্ডপে পুরাহিত ছিলেন অশোক ঠাকুর ও স্বওন ঠাকুর। পূজাঁ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলার আওয়ামিলীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সাধারণ সাধারন মানুষের ঢলনামে। পূজামন্ডবে দেশের করনা মুক্তি লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা ও পরিচালনা করেন জীবন কৃষ্ণ বাইন।
পুজা কমিটি জানান, সনাতন ধর্মাবলম্বীগন বিশ্বাস করেন যে,শনি পুজার মধ্যে দিয়ে সকল অমঙ্গল দূর হয়। এবং গ্রহরাজ শনি ঠাকুরের মূর্তিটি তৈরী করেন রতন কুমার বাগচী। সে কারো কাছ থেকে মূর্তি তৈরীর কাজ না শিখে নিজে নিজে তৈরী করেন এই মূর্তি। তার তৈরী করা মূর্তিতে দ্বিতৃয় বার আমাদের পূজাঁ মন্ডবে পূজা অনুষ্ঠিত হলো। সে ভবিষ্যতে যেন আরো ভালো মুর্তি নির্মাণ করে এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এই আশা ব্যাক্ত করেন তিনি। খোজ নিয়ে জানা যায় উক্ত শনি পুজা বরিশাল জেলার ভিতর সর্ববৃহৎ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com