সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

নির্বাচনী কর্মকর্তাকে হুমকি ট্রাম্পের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ২৬৪

নিজস্ব প্রতিবেদক: ভোট জোগাড় করতে এবার নির্বাচনী কর্মকর্তাকে রীতিমতো হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া এক ফোনালাপে জর্জিয়ার প্রধান নির্বাচন কর্মকর্তা ব্র্যাড রেফেনস্পারজারকে ট্রাম্প বলেন, প্রায় ১২ হাজার ভোট খুঁজে দিলেই অঙ্গরাজ্যের ফল পাল্টে যাবে।

সুইং স্টেট বলে পরিচিত জর্জিয়ায় জয় লাভ করেন জো বাইডেন। এ ছাড়া রেফেনস্পারজার ডেমোক্র্যাটদের হয়ে কাজ করেছেন এমন অভিযোগ করে, তাকে সত্যিকারের ফল প্রকাশ করতে বলেন।জবাবে রিপাবলিকান ব্র্যাড রেফেনস্পারজার বলেন, প্রেসিডেন্টের অভিযোগ মিথ্যা এবং জর্জিয়ায় ভোট গণনায় কোনো ভুল নেই। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবই নির্বাচন কমিশন প্রধান ফলে অনুমোদন দিয়েছেন।তবে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা নিয়ে মামলা করেছে ট্রাম্প শিবির। আনুষ্ঠানিকভাবে ৬ জানুয়ারি নির্বাচনী ফলে অনুমোদন দেবে কংগ্রেস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com