রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
বিজেপি শাসিত ওই রাজ্যে গত দুই বছরে দৈনিক গড়ে দুইজন খুন এবং চারজন ধর্ষণের শিকার হয়েছে। অপহরণের ঘটনাও কম নয় সেখানে। প্রতিদিন গড়ে ছয়জন সে রাজ্যে অপহরণ হয়!
গুজরাট রাজ্য সরকার বিধানসভায় যে তথ্য উপস্থাপন করেছে, তা থেকেই এই হিসাব স্পষ্ট হয়েছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
এনডিটিভির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বুধবার রাজ্য বিধানসভায় অপরাধের খতিয়ান তুলে ধরা হয়। তাতে গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অপরাধের হিসাব দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
তাতে দেখা যায়, গত দুই বছরে ওই রাজ্যে এক হাজার নয়শ ৪৪ জন খুন, তিন হাজার ৯৫ জন ধর্ষণ এবং চার হাজার আটশ ২৯ জন অপহরণের শিকার হয়েছেন। এছাড়া এক হাজার আটশ ৫৩ জনকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ লিপিবদ্ধ হয়েছে।
এই সময়ে গুজরাটে আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৪ হাজার।
সূত্র: এনডিটিভি