শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

উদ্ধার ও অগ্নি নির্বাপনের কৌশল রপ্ত করলো স্কাউটরা সমাবেশের ৩য় দিনে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬২৭

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের ১৪তম আঞ্চলিক স্কাউট সমাবেশ ২০১৮, ৩য়দিনে স্কাউটরা উদ্ধার ও অগ্নি নির্বাপন মহড়ায় অংশগ্রহণ করে। মহড়ার প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন মোঃ সোলায়মান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর। মহড়া পরিচালনা করেন জিহাদ মিয়া, ওয়ার হাইজ ইন্সফেক্টর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর। স্কাউটরা যে কোন দূর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুঁটে চলবে অব্যাহতভাবে।

এছাড়াও স্কাউটরা নানা চ্যালেঞ্জ, ইভেন্টে প্রতিযোগিতা করে যেমনঃ শরীর চর্চা, তাঁবু কলা অর্থাৎ তাবুঁর সংসার, হাইকিং অর্থাৎ অজানার উদ্দেশ্য যাত্রা, অনুমান ও পর্যবেক্ষন, ফানি ম্যাচ, সাধারণ জ্ঞান, পাইওনিয়ারিং, ফাস্ট এইড, অবস্ট্যাকল, দেখি ও শিখি, ট্রুপ মিটিং অর্থাৎ স্কাউটরা তাদের প্রতিষ্ঠানে কিভাবে কার্যক্রম পরিচালনায় অংশগ্রহন করবে, ক্যাম্প ফায়ার ইত্যাদি। উক্ত সকল চ্যালেঞ্জ-এ স্কাউটরা সাব-ক্যাম্প ভিত্তিক ব্যবহারিকভাবে তারা এইসব চ্যালেঞ্জ-এ অংশগ্রহণ করে। এবারের সমাবেশের থিম হলোঃ “স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি” চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

সূত্র: স্কাউটার আওলাদ মারুফ, উডব্যাজার

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com