নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মাণ করার ফলে গ্রাম পুলিশ গোলাম মোস্তফার দাপটে অসহায়ত্বের শিকার ৪ পরিবারের ৩০ জন সদস্যর বাড়ি থেকে বের হওয়ার ভরসা এখন অন্যের চাষাবাদীয় জমির আইল ও বাড়ির অলিগলি।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ৭নং লতিবপুর ইউনিয়নের পাইকান কৃষ্ণপুর গ্রামের মরহুম আঃ ছালাম এর পরিবারসহ কয়েকটি পরিবারের লোকজন শতবছরের উর্ধে সময় ধরে চলাচলের রাস্তা হিসাবে ব্যবহার করে আসছিল। এতে সুবিধা ভোগ করেছিলেন প্রতিবেশীরাও।
এদিকে হঠাৎ ঐ রাস্তা বন্ধের জন্য উঠে পড়ে লাগে একই গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে লতিবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ গোলাম মোস্তফা। চলাচলের রাস্তা বন্ধ করে অবশেষে পাকাঘর নির্মাণ কাজ শুরু করেন ঐ গ্রাম পুলিশ। এতে স্থানীয়রা বোঝাতে চেষ্টা করে এবং রাস্তা বন্ধ না করার অনুরোধ করেন কিন্ত এতে কোন কর্ণপাত না উল্টো কামরুজ্জামানের উপরসহ পরিবারের লোকজনকে মারমূখী আচরণ করাসহ হুমকি ধামকী দেয় গোলাম মোস্তফা। এক পর্যায়ে পুরোপুরি চলাচলের রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মাণ কাজ প্রায় শেষ করেন।উপায় না পেয়ে
গ্রাম পুলিশ গোলাম মোস্তফার দাপটে অসহায়ত্বের শিকার ৪ পরিবারের ৩০ জন সদস্যর বাড়ি থেকে বের হওয়ার ভরসা এখন অন্যের চাষাবাদীয় জমির আইল ও বাড়ির অলিগলি বেছে নেয়।যা কয়েকটি পরিবারের লোকজনের জন্য চরম ভোগান্তি।
এদিকে ঐ গ্রাম পুলিশের হাত থেকে রেহাই পাবার জন্য থানা ও সহকারী কমিশনার ভুমি মিঠাপুকুর বরাবর অভিযোগ দায়ের করেছে কামরুজ্জামান মিলন।