রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হাটি হাটি পা-পা করে নানা চড়াই উৎরাই পার করে ২য় বর্ষে পা রাখলো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। ৮ মে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষদের মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সংগঠনটি। গত এক বছরে প্রবাসীদের অধিকার রক্ষা ও দেশবাসীর কল্যানে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সকল স্তরের নেতা-কর্মী ও দেশের খ্যাতনামা জ্ঞানী-গুনী ব্যক্তিবর্গের উপস্থিতিতে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে ১ম জন্মবার্ষীকি উদযাপনের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী করোনা মহামারীর ভয়াল সংক্রমণ থাকার কারণে ভার্চুয়ালী আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই সংক্ষিপ্ত আকারে উদযাপন করে সংগঠনটি।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নাটোর, চাঁদপুর, নরসিংদী, নেত্রকোনা, টাঙ্গাইল, রংপুর, মাদারীপুর, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছিন্নমূল ও অসহায় মানুষদের মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সংগঠনটি। এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজনে ছিলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সার্বিক সহযোগিতায় ছিলো বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মোঃ শাকিল মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সারোয়ার রহমান মুন্না, ও নেত্রকোনা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি সাদ্দাম হোসেন রাতুল ও জাবির, রিংকু, আমির হামজা, রাসেল, কাউসার, আকাশ প্রমুখ।
এরই ধারাবাহিকতায় নাটোর জেলা সদরের ছিন্নমূল ও অসহায় মানুষদের মানুষের মাঝে ৫০০ পেকেট ইফতার বিতরণ। ইফতার বিতরণে উপস্থিত ছিলেন বেসরকারি বিশব্বিদ্যালয় শাখার মামুন রাজ ও নাটোর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক সাজিদুল বাসার ও সদস্য সচিব ইফতেখার শাওন, নাটোর যুব অধিকার পরিষদের সমন্বয়ক ফরহাদ হোসেন, বাবু, সেজান।
অন্যদিকে সুনামগঞ্জ জেলা সদরে ছিন্নমূল ও অসহায় মানুষদের মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার বিতরন উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এম এ বারী সিদ্দিকী, ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলার আহবায়ক, নুরুল ইসলাম সবুজ,ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব মোহাম্মদ সাদ আহমেদ, সুনামগঞ্জ সদর উপজেলার সদস্য জুনায়েদ আহমেদ, জীবন মিয়া, অন্তর, রবিন, অপু, মমিন আলী সুমন, জুনায়েদ, আবুল হাসনাত বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার সদস্য হিসাবে উপস্থিত ছিলেন, আল আমিন, মিরাস, আতাউর, অলিউর রহমান, আব্দুল কাইয়ুম, প্রমুখসহ জেলার আরো কিছু সদস্যবৃন্দ৷
এছাড়াও উক্ত অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশে প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়ার উদ্যোগে জয়পুরহাট এর একটি এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতৃবৃন্দের আহ্বান–“এসো এক হই অধিকারের কথা কই” স্লোগানকে সামনে রেখে, আসুন আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে যোগ দেই, নিজেদের অধিকারের কথা বলি। আমাদের সংগঠনটি প্রবাসীদের দাবি আদায়ের জন্য কাজ করে যাবে। অধিকারবঞ্চিত প্রবাসীদের পাশে থাকবে। যেখানে প্রবাসীদের সমস্যা সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্যার মোকাবেলা করবো।