মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীতে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১২ মে) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলাধীন সৃষ্টিগড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার যাত্রীবাহী লোকাল বাসটি ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে সৃষ্টিগড় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ওই মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক নারীসহ চারজন নিহত হয়। একই সময় মাইক্রোবাসটির কাঁচ ভেঙে পাঁচজন আহত হয়।
পরে খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সাথে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী বাসটি অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে চাপা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নূর হায়দার তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।