মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর সড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দু’জন আহত হয়েছে।
নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল গোফরানের স্ত্রী বিবি হাজেরা, মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাঁং গ্রামের এনামুল হকের ছেলে আরিফ, টাঙ্গাইল জেলার সখিপুর থানার আমতলি গ্রামের দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম।
নিহত অপর এক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, যাত্রীবহনকারী সিএনজি অটোরিকশাটি চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ছাগলনাইয়ার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বারিয়াপুল পৌছলে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে চারজন ঘটনাস্থলে মারা যান।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।