বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফুলবাড়ীতে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে রানা মিয়া (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে এদূঘর্টনা ঘটে। নিহত কিশোর ঐ গ্রামের দিনমজুর নাছির উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোর কিছুদিন ধরে তার দরিদ্র বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে দেবার জন্য আবদার করে আসছিল। দরিদ্র দিনমজুর পরিবারটি স্মার্ট ফোন কিনে ছেলের দাবি পূরণে অপরাগতা প্রকাশ করে। এতে করে মনের দুঃখে রানা মিয়া ৩ জুন বুধবার রাতে পরিবারের অজান্তে নিজ ঘরে ধরনার সাথে গঁলায় রশি পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে তার বাবা-মায়ের কাছে একটা স্মার্ট ফোন কিনে চেয়েছিল। দিনমজুর বাবা ছেলের আবদার পূরণ করতে পারেনি বলে ছেলেটি অভিমানে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।