রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অনেক লোক। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শুক্রবার (১১ জুন) সকালে প্রদেশের খুজদার জেলায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি দ্রুত গতির সাথে মোড় নেওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় যাত্রীবাহী বাসটি পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদার যাচ্ছিল। বেলুচিস্তানের খুজদার জেলার খোরি নামক স্থানে মোড় নেওয়ার সময় বাসটি উল্টে যায়। এতে বাসের ১৮ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এতে ৩০ জন গুরুতর আহত হন। স্থানীয় মিডিয়ার বরাতে জানা গেছে, নিহতদের লাশ খুজদারের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।