রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনো। আজ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
মাস পাঁচেক ধরে তার শারীরিক অবস্থা খারাপ ছিল। সে কারণে চিকিৎসাও নিচ্ছিলেন বিনিগনো। আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করাও হয়েছিল। এরপর হাসপাতালেই তার মৃত্যু হয়।
ফিলিপাইনের সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন এক বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি- আজ সকালেই সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনোর মৃত্যুর খবর জানতে পেরেছি।
তিনি আরো বলেন, তাকে একজন দয়ালু মানুষ হিসেবেই চিনি। দেশের মানুষের সেবা করে গেছেন তিনি। তাকে খুবই সম্মান এবং সততার সঙ্গে নিজের উপাধি বহন করতে দেখেছি।
সূত্র: এবিএস-সিবিএন নিউজ