সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন উলিপুরে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হাতুড়ে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সারা শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে শিশু নুরজাহান ঝিনাইগাতীতে গৃহবধূর উপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে শ্লীলতাহানির অভিযোগ রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম শাহাদাত বার্ষিকী পালিত লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত রাজশাহীতে তরুণ-তরুণীদের মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে বিষণ্নতা ঝিনাইগাতীতে সামান্য বৃষ্টিতেই প্রধান রাস্তায় হাঁটুপানি: দুর্ভোগে পথচারীরা পত্নীতলা উপজেলা বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা পবার হরিয়ান ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
ডেসটিনি পরিচালকের জুম মিটিং : ১৩ কারারক্ষীর নামে মামলা

ডেসটিনি পরিচালকের জুম মিটিং : ১৩ কারারক্ষীর নামে মামলা

আদালত প্রতিবেদক: কারাবন্দি অবস্থায় হাসপাতালে থেকে ডেসটিনির এমডি রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে চার কারারক্ষীকে।

শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, এই কারারক্ষীরা বিভিন্ন সময়ে বিএসএমএমইউর প্রিজন সেলে ডেসটিনির পরিচালকের নিরাপত্তায় নিয়োজিত ছিল। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বাংলানিউজকে বলেন, এ ঘটনায় যেহেতু অভিযোগ উঠেছে, এজন্য ঢাকা জেলার ডিআইজি প্রিজন তহিদুল ইসলামকে প্রধান করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের তারা রিপোর্ট দেবেন। পরবর্তীসময়ে রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্ত: ১) প্রধান কারারক্ষী নম্বর- ১১৫৫১- মো. ইউনুস আলী মোল্লা। ২) প্রধান কারারক্ষী নম্বর-১১৪৭৪- মীর বদিউজ্জামান। ৩) প্রধান কারারক্ষী নম্বর-১১৪৪৮- মো. আব্দুস সালাম। ৪) প্রধান কারারক্ষী নম্বর- ১১৫২৪- মো. আনোয়ার হোসেন।

বিভাগীয় মামলা: ১) সহ-প্রধান কারারক্ষী নম্বর- ১২০১৮- মো. জসিম উদ্দিন। ২) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১২০০১- সাইদুল হক খান ৩) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৬১৬- মো. বিল্লাল হোসেন। ৪) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৯৭৫-ইব্রাহিম খলিল ৫) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৯৮৭- মো. বরকত উল্লাহ। ৬) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১২১২১- মো. এনামুল হক। ৭) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৬৩২- মো. সরোয়ার হোসেন।

বিভাগীয় মামলা: ১) কারারক্ষী নম্বর-১২৫৩৬- মোজাম্মেল হক। ২) কারারক্ষী নম্বর-১৪৯৭৪-জাহিদুল ইসলাম। ৩) কারারক্ষী নম্বর-২২১৫৯-আমির হোসেন। ৪) কারারক্ষী নম্বর-১২৩৮২-কামরুল ইসলাম। ৫) কারারক্ষী নম্বর-১৫০৩৫-শাকিল মিয়া। ৬) নবীন কারারক্ষী-আব্দুল আলীম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com