মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেফতার একটি নতুন জাতির স্বপ্ন দেখছেন ড. ইউনূস নওগাঁর ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দিতে রাষ্ট্রপক্ষের আবেদন উজানের ঢলে প্লাবিত উত্তরের ৪ জেলা- পানিবন্দি লক্ষাধিক মানুষ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক ভাঙন আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ ১৯৯২: শাহ আমানত বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু কবে থেকে হিজবুল্লাহপ্রধানকে হত্যায় অভিযান চালানো হয়, জানালো ইসরায়েলের কর্মকর্তারা মুন্সিগঞ্জের সিরাজদিখানে সুমনের অত্যাচার-নির্যাতনে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
ময়মনসিংহে বন্যাদুর্গত ২৪১টি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

ময়মনসিংহে বন্যাদুর্গত ২৪১টি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

মো. মাসুদ আলম (ময়মনসিংহ ভ্রাম্যমাণ প্রতিনিধি): সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ফ্ল্যাশ ফ্লাড হয়। হঠাৎ এই বন্যায় গৃহহীন হয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বেশ কিছু পরিবার। অদ্য শনিবার (৩ জুলাই ২০২১) তারিখে বন্যা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২৪১টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের মাঝে এ সময় চাল, ডাল, তেল, লবণ, সাবান ও আলু বিতরণ করা হয়৷ এছাড়াও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চত করতে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এবং নিরাপদ পানি ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে৷
বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। এ সময় উভয় উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ, পৌর মেয়রগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ত্রাণ বিতরণের সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীগণ এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক জানান জেলা প্রশাসন ময়মনসিংহের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহারস্বরুপ আরও ২,০০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com