শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হরিপুরে বিস্তৃণ মাঠজুড়ে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন টাঙ্গাইলের নাগরপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির গোডাউনে ডাকাতি মির্জাগঞ্জে ধান ক্ষেত থেকে বৃদ্ধার অর্ধ গলিত লাশ উদ্ধার সাবেক পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদে ফেঁসে যাচ্ছেন স্ত্রী-শ্বশুরসহ ১২ আত্মীয় ৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রের হাতে খালা–খালাতো ভাই খুন চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান মিরপুর বিআরটিতে কোনভাবেই আনসার কর্মকর্তাদের দুর্নীতি থামানো যাচ্ছে না সিংড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া বিএনপি মহাসচিব-এর অভিনন্দন বার্তা নওগাঁ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ
ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় প্রটোকল নেবেন না ইমরান খান

ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় প্রটোকল নেবেন না ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: করদাতাদের অর্থ সাশ্রয় ও জনভোগান্তি এড়াতে ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে আর প্রটোকল ও নিরাপত্তা রক্ষী নেবেন না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইটবার্তায় তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

নিজ দলের মন্ত্রীদের বিষয়ে ইমরান খান বলেন, ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মন্ত্রী, গভর্নর ও মুখ্যমন্ত্রীদের প্রটোকল ও নিরাপত্তার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। সরকারি ব্যয় ও জনগণের দুর্ভোগ কীভাবে কমানো বা নিরসন করা যায়, তা নিয়ে মন্ত্রিসভায় আলোচনায় হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সামনের সপ্তাহে এ বিষয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ইমরান বলেন, জনগণকে অভিভূত করার ঔপনিবেশিক আমলের এসব আড়ম্বর বন্ধ করা উচিত।

ক্ষমতায় আসার আগে ভিআইপি চলাচল ও নিরাপত্তা প্রটোকলের প্রায়ই সমালোচনা করতেন ইমরান। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর সাধারণ জীবনযাপনই বেছে নেন তিনি।

চলতি বছরের মে মাসে কোনো ধরনের সিকিউরিটি ও প্রটোকল ছাড়াই বিভিন্ন জনসমাগমস্থলে আকস্মিক হাজির হয়েছিলেন ইমরান খান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com