বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

সিরিয়ার আহত শিশুদের আর্তনাদে কাঁদছে মানবিক বিশ্ব

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫২৬

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইস্টার্ন ঘুউতা অঞ্চলে অবিলম্বে রক্তক্ষয়ী হামলা সম্পূর্ণভাবে বন্ধে রাশিয়ার প্রভাব খাটাতে সোমবার যুক্তরাষ্ট্র মস্কোর প্রতি আহবান জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এদিকে সিরিয়ার আহত শিশুদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট টুইটারে এক বার্তায় বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহবান জানানো সত্ত্বেও সিরিয়া সরকার এবং তাদের মিত্র দেশ রাশিয়া ও ইরান দামেস্কের উপকণ্ঠে ঘনবসতিপূর্ণ ইস্টার্ন ঘুউতা অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।’

এতে আরো বলা হয়, ‘এ অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে বলে সিরিয়া সরকার দাবি করলেও সেখানে হাজার হাজার বেসামরিক লোক তাদের হামলার শিকার হতে হচ্ছে। তাদের ওপর বিমান হামলা, গোলা বর্ষণ ও রকেট হামলা চালানো হচ্ছে। পাশাপাশি স্থলপথে হামলাও জোরদার করা হয়েছে।

ফলে যুক্তরাষ্ট্র এ অভিযান দ্রুত বন্ধের এবং আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে মানবিক কর্মীদের জরুরি ভিত্তিতে সেখানে প্রবেশের সুযোগ করে দেয়ার আহবান জানিয়েছে।

এদিকে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আহত শিশু নারীদের ছবিতে সয়লাব হয়ে গেছে। নেটিজেনরা প্রকাকশ করছেন ক্ষোভ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com