রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ!
‘টাকা আনা দূরের কথা জুতা পায়ে দেওয়ারই সুযোগ পাইনি’

‘টাকা আনা দূরের কথা জুতা পায়ে দেওয়ারই সুযোগ পাইনি’

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র সংগঠন তালেবান যোদ্ধাদের আক্রমণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি। যদিও এরই মধ্যে তিনি দাবি করেছেন, আমাকে হত্যা করার পরিকল্পনা চলছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই দেশত্যাগ করেছি। বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক গোপন স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাঠানো ভিডিয়ো বার্তায় তিনি এ দাবি করেন।

ভিডিয়ো বার্তায় ঘানি বলেন, আমি দেশ ছেড়ে আসার পর তালেবান যোদ্ধারা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে আমার সন্ধানে প্রতিটি কক্ষে অস্ত্র হাতে তল্লাশি চালিয়েছে। এছাড়া আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিদ্যমান আফগান সংকটের কোনো শান্তিপূর্ণ সমাধান হবে না বলে আগেই তালেবান নেতারা জানিয়েছিল।

গত রবিবার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায় তখনই আশরাফ ঘানি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ ছেড়ে থেকে পালিয়ে যান। এরপর অনেক জল্পনা-কল্পনা শেষে বুধবার সংযুক্ত আরব আমিরাত জানায়, সম্পূর্ণ মানবিক কারণে ঘানি ও তার পরিবারকে সেদেশে আশ্রয় দেওয়া হয়েছে।

ভিডিয়ো বার্তায় ঘানি নিজের পূর্বের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রক্তপাত ও বিপর্যয় এড়াতে তিনি আফগানিস্তান ছেড়ে গেছেন। আর যদি এমনটা না হতো- তাহলে আফগানিস্তানের পরিণতিও সিরিয়া-ইয়েমেনের মতো দেখা যেত।

এ দিকে আফগান ভূমি ছেড়ে যাওয়ার সময় চার গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে অর্থ নিয়ে গেছেন বলে মিডিয়াতে যে খবরটি বেরিয়েছে এরই মধ্যে তা প্রত্যাখ্যান করেছেন ঘানি। এমন অভিযোগের কথা অস্বীকার করে সাবেক এই আফগান প্রেসিডেন্ট বলেন, পালানোর সময় আমি ব্যক্তিগত জিনিসপত্রই সঙ্গে নিতে পারিনি। এমনকি নিজের স্লিপারটি পরিবর্তন করে জুতা পায়ে দেওয়ার সুযোগও আমাকে দেওয়া হয়নি!

পলাতক এই সাবেক আফগান প্রেসিডেন্টর দাবি, এখনো আফগানিস্তানে থাকলে তালেবান যোদ্ধারা আমাকে পিটিয়ে মেরে ফেলত। আর নয়তো তারা আমাকেও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর মতো ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করত। সম্পূর্ণ পরিস্থিতির কারণে যদিও এবার তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তবে তিনি ফের আফগানিস্তানে ফিরে আসবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া নয় মিনিটের সেই ভিডিয়ো বার্তায় আশরাফ ঘানি বলেন, ক্ষমতার লোভে কাবুলকে কখনোই সিরিয়া বা ইয়েমেন হতে দেওয়া যাবে না। আমাকে এবার দেশত্যাগে বাধ্য করা হয়েছে। আমি সেখানে থাকলে রক্তপাত ঘটতই।

উল্লেখ্য, তালেবান যোদ্ধাদের আক্রমণের মুখে ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রবিবার বিকালে কাবুল থেকে পালিয়ে যান। এ সময় তিনি নিজের সঙ্গে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার নিয়ে গেছেন বলে এরই মধ্যে অভিযোগ করেছেন তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মোহম্মদ জহির আগবার।

তিনি অভিযোগ করে বলেন, ঘানি রবিবার যখন দেশ ছেড়ে পালান তখন নিজের সঙ্গে করে তিনি ১৬ কোটি ৯০ লক্ষ মার্কিন ডলার নিয়ে যান। এ সময় ঘানির আফগানিস্তান ত্যাগকে ‌‘দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে বর্ণনা করেন এই আফগান রাষ্ট্রদূত।

এছাড়া ঘানি পালানোর সময় চারটি গাড়ি ও হেলিকপ্টারে করে বিপুল পরিমাণ অর্থও নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে কাবুলে অবস্থিত রুশ দূতাবাস। দূতালয়ের একজন কর্মকর্তার বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছে।

কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বলেছিলেন, বিপুল পরিমাণ অর্থ ভর্তি ছিল চারটি গাড়ি, তাছাড়া একটি হেলিকপ্টারেও অর্থের একটি অংশ তোলার চেষ্টা চলছিল। কিন্তু স্থান সংকটে অনেক অর্থই টারমার্কে ফেলে যান তিনি।

প্রথম শোনা যায় ঘানি নাকি তাজিকিস্তানে গেছেন। যদিও পরবর্তীকালে শোনা যায় তিনি উজবেকিস্তানে অবস্থান করছেন। কিন্তু এর পর দিনই খবর আসে তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান নয় আশরাফ ঘানি সরাসরি ওমানে চলে গেছেন। তবে ওমান কর্তৃপক্ষ কোনো তথ্য নিশ্চিত না করায় ঘানি আসলে কোথায় গেছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এরপর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আশরাফ ঘানি বর্তমানে আবু ধাবিতে রয়েছেন বলে বুধবার বিবৃতি দেয় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মূলত মানবিক কারণে সাবেক এই আফগান প্রেসিডেন্টকে তাদের দেশে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানায় আমিরাত সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com