মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংগীত ওষুধের কাজ করে, মস্তিষ্ক বিজ্ঞানীদের দাবি এবার থেকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরী চিঠি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে রাঙামাটিতে নারী ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রদল–যুবদলের দুই নেতা গ্রেপ্তার ভূমিকম্পের আতঙ্ক কাটাতে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার, হাদিকে নীলা ইসরাফিল কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ

‘টাকা আনা দূরের কথা জুতা পায়ে দেওয়ারই সুযোগ পাইনি’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৫০

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র সংগঠন তালেবান যোদ্ধাদের আক্রমণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি। যদিও এরই মধ্যে তিনি দাবি করেছেন, আমাকে হত্যা করার পরিকল্পনা চলছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই দেশত্যাগ করেছি। বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক গোপন স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাঠানো ভিডিয়ো বার্তায় তিনি এ দাবি করেন।

ভিডিয়ো বার্তায় ঘানি বলেন, আমি দেশ ছেড়ে আসার পর তালেবান যোদ্ধারা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে আমার সন্ধানে প্রতিটি কক্ষে অস্ত্র হাতে তল্লাশি চালিয়েছে। এছাড়া আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিদ্যমান আফগান সংকটের কোনো শান্তিপূর্ণ সমাধান হবে না বলে আগেই তালেবান নেতারা জানিয়েছিল।

গত রবিবার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায় তখনই আশরাফ ঘানি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ ছেড়ে থেকে পালিয়ে যান। এরপর অনেক জল্পনা-কল্পনা শেষে বুধবার সংযুক্ত আরব আমিরাত জানায়, সম্পূর্ণ মানবিক কারণে ঘানি ও তার পরিবারকে সেদেশে আশ্রয় দেওয়া হয়েছে।

ভিডিয়ো বার্তায় ঘানি নিজের পূর্বের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রক্তপাত ও বিপর্যয় এড়াতে তিনি আফগানিস্তান ছেড়ে গেছেন। আর যদি এমনটা না হতো- তাহলে আফগানিস্তানের পরিণতিও সিরিয়া-ইয়েমেনের মতো দেখা যেত।

এ দিকে আফগান ভূমি ছেড়ে যাওয়ার সময় চার গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে অর্থ নিয়ে গেছেন বলে মিডিয়াতে যে খবরটি বেরিয়েছে এরই মধ্যে তা প্রত্যাখ্যান করেছেন ঘানি। এমন অভিযোগের কথা অস্বীকার করে সাবেক এই আফগান প্রেসিডেন্ট বলেন, পালানোর সময় আমি ব্যক্তিগত জিনিসপত্রই সঙ্গে নিতে পারিনি। এমনকি নিজের স্লিপারটি পরিবর্তন করে জুতা পায়ে দেওয়ার সুযোগও আমাকে দেওয়া হয়নি!

পলাতক এই সাবেক আফগান প্রেসিডেন্টর দাবি, এখনো আফগানিস্তানে থাকলে তালেবান যোদ্ধারা আমাকে পিটিয়ে মেরে ফেলত। আর নয়তো তারা আমাকেও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর মতো ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করত। সম্পূর্ণ পরিস্থিতির কারণে যদিও এবার তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তবে তিনি ফের আফগানিস্তানে ফিরে আসবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া নয় মিনিটের সেই ভিডিয়ো বার্তায় আশরাফ ঘানি বলেন, ক্ষমতার লোভে কাবুলকে কখনোই সিরিয়া বা ইয়েমেন হতে দেওয়া যাবে না। আমাকে এবার দেশত্যাগে বাধ্য করা হয়েছে। আমি সেখানে থাকলে রক্তপাত ঘটতই।

উল্লেখ্য, তালেবান যোদ্ধাদের আক্রমণের মুখে ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রবিবার বিকালে কাবুল থেকে পালিয়ে যান। এ সময় তিনি নিজের সঙ্গে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার নিয়ে গেছেন বলে এরই মধ্যে অভিযোগ করেছেন তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মোহম্মদ জহির আগবার।

তিনি অভিযোগ করে বলেন, ঘানি রবিবার যখন দেশ ছেড়ে পালান তখন নিজের সঙ্গে করে তিনি ১৬ কোটি ৯০ লক্ষ মার্কিন ডলার নিয়ে যান। এ সময় ঘানির আফগানিস্তান ত্যাগকে ‌‘দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে বর্ণনা করেন এই আফগান রাষ্ট্রদূত।

এছাড়া ঘানি পালানোর সময় চারটি গাড়ি ও হেলিকপ্টারে করে বিপুল পরিমাণ অর্থও নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে কাবুলে অবস্থিত রুশ দূতাবাস। দূতালয়ের একজন কর্মকর্তার বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছে।

কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বলেছিলেন, বিপুল পরিমাণ অর্থ ভর্তি ছিল চারটি গাড়ি, তাছাড়া একটি হেলিকপ্টারেও অর্থের একটি অংশ তোলার চেষ্টা চলছিল। কিন্তু স্থান সংকটে অনেক অর্থই টারমার্কে ফেলে যান তিনি।

প্রথম শোনা যায় ঘানি নাকি তাজিকিস্তানে গেছেন। যদিও পরবর্তীকালে শোনা যায় তিনি উজবেকিস্তানে অবস্থান করছেন। কিন্তু এর পর দিনই খবর আসে তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান নয় আশরাফ ঘানি সরাসরি ওমানে চলে গেছেন। তবে ওমান কর্তৃপক্ষ কোনো তথ্য নিশ্চিত না করায় ঘানি আসলে কোথায় গেছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এরপর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আশরাফ ঘানি বর্তমানে আবু ধাবিতে রয়েছেন বলে বুধবার বিবৃতি দেয় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মূলত মানবিক কারণে সাবেক এই আফগান প্রেসিডেন্টকে তাদের দেশে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানায় আমিরাত সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com