শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

ইউএনও’র বাসায় হামলায় জড়িতরা শাস্তি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৬২

নিজস্ব প্রতিবেদক: বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তাধীন বিষয়ে এখনই খোলাখুলিভাবে বলতে পারব না। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কার ভূমিকা কী ছিল? কেউ যদি ভুলভ্রান্তি করে থাকেন, তাহলে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যখনই কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা। বরিশালের ঘটনা যে পর্যায়ে গিয়েছিল তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায় এবং বর্তমানে বরিশাল শহরে উত্তেজনাপূর্ণ অবস্থা নেই। এই ঘটনায় কারও প্ররোচনা ছিল কিনা তদন্ত শেষে বলা যাবে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা চত্বর থেকে রাজনৈতিক ব্যানার অপসারণকে কেন্দ্র করে রাতের এই সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী, সিটি করপোরেশনের কর্মচারী, পুলিশ, আনসারসহ অন্তত ২৩ জন আহত হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com