শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

করোনায় আরও ১১৭ জনের মৃত্যু; শনাক্তের হার ১২ শতাংশে নামল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৩২

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৫ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৫ জন। এ দিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৭৮ শতাংশ। গত এক সপ্তাহে প্রতিদিনই নিম্নগামী শনাক্তের হার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫২৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৫ হাজার ৮৪৬ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার ৮১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৪ লাখ ৯১ হাজার ৮৪১ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৬৬৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ৮৪৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com