শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এ সপ্তাহে ওটিটির পর্দায় আসছে যেসব সিনেমা-সিরিজ এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত শরণখোলায় যুব দিবস ও সমবায় দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত নওগাঁর ১১ টি উপজেলার বিভিন্ন কালী মন্দিরে মন্দিরে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত ২২ দিনের অবরোধ শেষে সাগরে ছুটছে জেলেরা কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জন গ্রেফতার করেছে পুলিশ প্রত্যন্ত সুন্দরবনে হিন্দু যুবকের উদ্যোগে তৈরী হচ্ছে কবরস্থান হরিপুরে বিস্তৃণ মাঠজুড়ে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন টাঙ্গাইলের নাগরপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির গোডাউনে ডাকাতি
আন্দোলনের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার : এবি পার্টি

আন্দোলনের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক:  শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও সকল নাগরিককে টিকার আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ মঙ্গলবার সকাল ১১টায় সেন্ট্রাল জোনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সেন্ট্রাল জোনের সমন্বয়ক ও পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও সেন্ট্রাল জোনের যুগ্ম সমন্বয়ক আনোয়ার সাদাত টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব পার্টির সমন্বয়ক এ বি এম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. দিলারা চৌধুরী বলেন, সকল কিছু খুলে দেওয়া হয়েছে। মার্কেট, বিনোদন কেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে অথচ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সরকার ছাত্র-যুব আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রেখে দিয়েছে। করোনাকে আজ লুটপাটের হাতিয়ার বানানো হয়েছে। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ আজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাস দিয়ে শিক্ষা ব্যবস্থা তথা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বাচ্চারা আজ গেমসে মত্ত হয়ে পড়েছে।এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের টিকা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ সচল করতে হবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, এই ফ্যাসিস্ট সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ইচ্ছে মতো অপরিকল্পিত লকডাউন দিয়ে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। টিকা ও স্বাস্থ্য খাত নিয়ে সরকারের প্রহসন চরম মাত্রায় পৌঁছেছে। জনগণের টাকায় কেনা টিকা বিভিন্ন বেসরকারি ক্লিনিকগুলোতে অবৈধভাবে বিক্রি হচ্ছে। সরকারি দলের লোকেরা একবছরে যে দুর্নীতি করছে তার শতভাগের একভাগ টাকা দিয়ে দেশের সকল মানুষের জন্য টিকা কেনা সম্ভব। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

সভাপতির বক্তব্যে বি এম নাজমুল হক বলেন, আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে রাজপথের কর্মসূচি শুরু করেছি। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, সাধারণ মানুষকে টিকা দেওয়াসহ জনগণের সকল দাবি নিয়ে এবি পার্টি রাজপথে আগামী দিনগুলোতে সরব থাকবে ইনশাআল্লাহ।

মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন এবি পার্টি সেন্ট্রাল জোনের অন্যতম নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিনহাজুল আবেদীন শরীফ, গাজী নাসির, আব্দুল হালিম নান্নু, মির্জা সাইফুল ইসলাম, গাজী সাবের হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, আমিরুল ইসলাম নুর, আমেনা বেগমসহ সেন্ট্রাল জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com