মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

ভিশন বাংলা ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার বিকালে এই তালিকা প্রকাশ করা হয়।

ফল জানতে যে কোনো মোবাইল থেকে (nuathnroll no ক্যাপিট্যাল অক্ষরে টাইপ করে) ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। বিকাল চারটার পর থেকে মোবাইল এসএমএসের মাধ্যমে এই ফল পাওয়া যাবে।

এ ছাড়া ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।  ভর্তিসংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com