মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন

‘পুলিশে নিয়োগ প্রক্রিয়া কালিমাযুক্ত করতে দেওয়া হবে না’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক: সম্পূর্ণ নতুন নিয়মে মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ করা হবে আগামী ৭ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ নিয়োগ প্রক্রিয়ায় সারা দেশে ৩ হাজার নারী ও পুরুষকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কুমিল্লা জেলা থেকে নিয়োগ পাবেন ১১২ জন। যার মধ্যে ৯৫ জন পুরুষ এবং ১৭ জন নারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন নিয়মে তিনটি ধাপ সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরাই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ধাপ তিনটি হচ্ছে- ফিজিক্যাল টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। এর মধ্যে শারীরিক পরীক্ষার জন্য রয়েছে ৭টি ইভেন্ট। এগুলো হচ্ছে ২ শ’ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প, হাই জাম্প, ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং। সংবাদ সম্মেলন শুরুর পূর্বে এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, নতুন নিয়মে পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে মেধাবী এবং যোগ্য ব্যক্তিরাই বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হতে পারবেন। তিনি বলেন, এ নিয়োগটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কিছুতেই তা কালিমাযুক্ত করতে দেয়া হবে না। যোগ্য ও স্বচ্ছ প্রার্থীদের জন্য পুলিশের চাকরি পাওয়ার এটি সুবর্ণ সুযোগ। সবাইকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন ফরম পূরণের আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম. তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. আফজাল হোসেন, ডিআইও ওয়ান মনির আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com