রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৩১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের ছেলেসন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাতে সংবাদ পেয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলেসন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করেছেন। এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভেতর মোস্তফা সওদাগর,  তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে  কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।  তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com