রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে তিন দিন ধরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। গত সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় ১২২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি এলাকাগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা গেছে, সেখানকার রাস্তাঘাট-বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টিতে নদনদীর পানি উপচে দুকূল ভেসে গেছে। বৃষ্টির কারণে ভূমিধসে পর্যটন এলাকা নাইনিতালে যাওয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, ভূমিধসে কালাডুঙ্গি, হালদাওয়ানি এবং বাওয়ালির সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এই সপ্তাহেই দেশটির কেরালা রাজ্যে ভারিবৃষ্টি ও ভূমিধসে ২৬ জন মারা যায়।