রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের অন্যতম বাণিজ্য শহর ওসাকার পশ্চিমাঞ্চলের একটি আটতলা ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করছে দেশেটির সম্প্রচার মাধ্যম এনএইচকে। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের অবস্থাও গুরুতর। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার আটতলা ভবনের চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর- সূত্র: আল-জাজিরার
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকল কর্মীরা। তার আগেই ভবনের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশ। আগুনে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলকর্মীদের চেষ্টায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভবনের একাংশে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হতো। আগুনের লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।