সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বিআরটিসি পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে হয়েছে ৪। নিহতরা হলেন- লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত আক্তার (১)। বিষয়টি নিশ্চিত করেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন।
মীর হোসেন জানান, ফেনীতে বাহারের চাচা শ্বশুরের জানাযায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যান। এসময় গুরুতর আহত হন সিএনজিচালিত অটোরিকশার চালক।
ঘটনাটি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটারিকশা উদ্ধার করেছে।