রবিবার, ২৭ Jul ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার মেয়েরাই নন, পুরুষরাও করে শুধু আলোচনায় আসে না: কাজল গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের নওগাঁয় বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরে চিরকুট লিখে কিশোরী আত্মহত্যা  স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট বন্ধে রাজউকের নির্দেশনা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ চলে গেল সপ্তম শ্রেণির জারিফও, নিহত বেড়ে ৩৪
রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় নির্বাচনে সহিংসতা : সিইসি

রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় নির্বাচনে সহিংসতা : সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রশাসন তৎপর থাকার পরও অতিমাত্রায় রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় নির্বাচনে সহিংসতা ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসনে করণীয় বিষয় কর্মশালায় তিনি এ কথা বলেন।

এ সময় কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনে সহিংসতা হয় কমিশনের দুর্বলতার কারণে না বরং প্রার্থী ও সমর্থকদের দ্বন্দ্বের কারণে। নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসামূলক না।

এ ছাড়া নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্যের জবাবে সিইসি জানান, গণমাধ্যমে নিজের কথা প্রচারের জন্য মিথ্যাচার করছেন। মিডিয়াতে নিজের কথা প্রচারের জন্য উনি বলেন। তিনি আসলে কমিশনকে হেয় করার অপচেষ্টা করেন।

এ সময় পিতা-মাতার পরিচয়হীন মানুষদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকারে অন্তর্ভুক্ত করতে হলে, আইনি কাঠামো পরিবর্তন করতে হবে, যা সহজ নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচন শেষ হয় সহিংসতা ও হানাহানির মধ্য দিয়ে। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৯ জন। চেয়ারম্যান প্রার্থীসহ আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। পঞ্চম ধাপে নির্বাচনে ভোটগ্রহণের সময় ও ভোট পরবর্তী সংঘর্ষে বগুড়ায় ৫জন, চাঁদপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধায় চারজনের মৃত্যু হয়েছে।

এর আগে, চারটি ধাপে নির্বাচনি সহিংসতায় ৮৬ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে। ওই ধাপেই নিহত হন ৩০ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com