বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
বুধবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
পিএসসি চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যবিধি মেনে ৪০তম বিসিএস পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বর্তমানে পিএসসির একাধিক কর্মকর্তা অসুস্থ হয়ে পড়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়েছে। আপাতত চলমান ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত রাখা হবে।
তিনি আরও বলেন, ১০টি বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। বোর্ডের সদস্যরা অসুস্থ থাকলে পরীক্ষা নেওয়াটা অসম্ভব হয়ে পড়ে। তবে মৌখিক পরীক্ষা দিতে ইতোমধ্যে অনেক পরীক্ষার্থী ঢাকায় এসেছেন বলে বৃহস্পতিবারের (২৭ জানুয়ারি) এ পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত রাখা হবে।
পরীক্ষা যাতে পিছিয়ে না যায় সেই জন্য আগামী সপ্তাহের পর ফের তা শুরু করার চেষ্টা করা হবে বলে পিএসসি চেয়ারম্যান।