সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলায় মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণে জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা একটি প্রস্তাব ১৪০ ভোটে পাস হয়েছে। যেখানে ইউক্রেনের পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের উত্থাপন করা প্রস্তাবের পক্ষে এবার ভোট দিয়েছে ১৪০ সদস্য রাষ্ট্র। যদিও এই ভোট দেওয়া থেকে বিরত ছিল মোট ৩৮টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মাত্র পাঁচটি দেশ। দেশগুলো হলো- রাশিয়া, বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া এবং ইরিত্রিয়া।
প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হলেও এখনই তা মানতে বাধ্য নয় রাশিয়া। এর আগেও ২ মার্চ ইউক্রেনে আক্রমণ বন্ধে প্রস্তাব পাস হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। সে সময় প্রস্তাবের পক্ষে ১৪১ দেশ ভোট দিলেও বাংলাদেশ ভোটদান থেকে বিরত ছিল।
প্রস্তাবটিতে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, সাহায্যকর্মী, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ শহরগুলো বিশেষ করে মারিওপোল মুক্ত করার কথা জানানো হয়। ইউক্রেনে বিদ্যমান সংকটময় পরিস্থিতি নিয়ে একই দিন নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল রাশিয়া। যদিও এবার সেটিও গৃহীত হয়নি।
উল্লেখ্য, ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের নামে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশ সৈন্যরা নির্বিচারে আক্রমণ চালিয়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর ধ্বংস করে দিয়েছে। রাশিয়ান সেনাবাহিনীর হামলায় গেল এক মাসে বাস্তুচ্যুত হয়েছে নারী-শিশুসহ অন্তত এক কোটি মানুষ। এদের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে ৩৬ লাখ।