শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে পারেন বলে জানানোর পর পদ ছাড়তে অনিচ্ছা প্রকাশ করেছেন তাঁর বড় ভাই মাহিন্দা। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বুধবার এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘায়িত হতে থাকা রাজনৈতিক সংকট নিরসনে’ আগামী শুক্রবার সব দলের সমন্বয়ে একটি সরকার গঠন করা হবে।
সব দলের নেতাদের দেওয়া একটি চিঠিতে বলা হয়, শুক্রবারের বৈঠকের আগে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করবেন। কিন্তু মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
গতকাল মাহিন্দা জানান, তিনি পদত্যাগ করবেন না। অন্তর্বর্তীকালীন সরকার তাঁর নেতৃত্বেই হতে হবে।
১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়া দেশটির নাগরিকরা রাজাপক্ষে পরিবারকে এই সংকটের জন্য দায়ী করছে। প্রভাবশালী রাজাপক্ষে পরিবারের দুই শীর্ষ সদস্য প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দাকে রাজনীতি থেকে বিদায় নিতে বলছে আন্দোলনকারীরা। পদত্যাগের জন্য দুজনের ওপর ক্রমাগত চাপ বাড়ছে।
দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার সব দলকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শ্রীলঙ্কার ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া