রবিবার, ২০ Jul ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপী হিসেবে তকমা পাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে আটক করা হয়েছে।
বুধবার (৮ জুন) দিবাগত রাতে রাজধানীর গুলশানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বুধবার রাতে অভিযানটি পরিচালিত হয়। এরপর মাকসুদুর রহমানকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
জানা গেছে, খেলাপি ঋণ আদায়ের জন্য ২০১৮ সালের ২৯ মার্চ মাকসুদুর রহমানের বিরুদ্ধে জনতা ব্যাংক আগ্রাবাদ শাখা একটি মামলা করে। ওই শাখায় ৩১২ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকা ঋণ খেলাপি আরএসআরএম। যদিও ঋণের বিপরীতে প্রয়োজনীয় জামানত অত্যন্ত নগণ্য।
মামলা দায়েরের পর বিপুল পরিমাণ খেলাপি ঋণ সম্পূর্ণ অনাদায়ী থাকা সত্ত্বেও মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাংক যত্নশীল ছিল না। এমনকি সাড়ে তিন বছর পর বিষয়টি আদালতের নজরে এলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সমন জারি করা হয়।
মাকসুদুর রহমানের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতে বেশ কয়েকটি মামলা এখনো বিচারাধীন রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে। এর আগে এই আদালতেই বিচারাধীন অনেক মামলার আসামি অর্থ পাচার করে দেশ ছেড়ে পালিয়েছেন।