বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পদ্মা ব্যাংকে আটকে আছে ন্যাশনাল টি কোম্পানির ১৯ কোটি টাকা কুমারখালীর রোড ডিভাইডার যেন মৃত্যুর ফাঁদ: প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা আজহারুল ইসলাম অগ্রণী ইন্স্যুরেন্সের নতুন মুখ্য নির্বাহী কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে এক সপ্তাহে সোয়া ২ কোটি টাকার মাদক জব্দ হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে: চসিক মেয়র ছয় মাসে গ্রেপ্তার ১১৩২৩, মামলা নিষ্পত্তি ৫৫৫৮ শ্রীবরদীতে মেধাবী শিক্ষার্থী সুবর্ণার পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুড়িগ্রামে বসতবাড়ির পিছনের গাছ থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার প্রশিক্ষা ধরণীগঞ্জ শাখার কিস্তি অফিসার আজম ইসলামের অনৈতিক প্রস্তাব: ভুক্তভোগীর পরিবার ক্ষোভে ফেটে পড়েছে অনলাইনে চাকরি ও ব্যবসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল তারা
মিছিলের নগরীতে পরিণত রংপুর!

মিছিলের নগরীতে পরিণত রংপুর!

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবে দুপুর ২টায়। তার আগেই সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। বাস না চললেও বিভিন্ন জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেঁটে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৯ আক্টোবর) সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই রংপুর শহরের পায়রা চত্বর দিয়ে জাহাজ কম্পানির মোড় হয়ে সমাবেশস্থলে মিছিল ঢুকছে।

প্রতি মিনিটে মিনিটে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। বাস-পরিবহন বন্ধ থাকলেও নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর।

বিএনপি বলছে, লাখো মানুষের সমাগম হবে আজকের এই মহাসমাবেশে। তবে এই সমাবেশে কোনো ধরনের বাধা দিলে তা রাজনৈতিকভাবে জবাব দেবেন তারা।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। এরই মধ্যে রংপুরে বিভিন্ন হোটেলসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়েছেন তারা।

এদিকে রংপুরে বিএনপির গণসমাবেশের আগে গতকাল থেকে চলা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রভাব পড়েছে গাইবান্ধা, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার যাত্রীদের ওপর। বাস না পেয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, ভ্যানসহ ছোট গাড়িতে করে গন্তব্যে যান। গণসমাবেশের যাত্রীদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com