বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী নারীদের সারিতে কুড়িগ্রামের রিকতা ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০০ বন্দি এখনো পলাতক কটিয়াদীতে মোবাইল কোর্ট অভিযানে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জের দাউদপুরে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ফেন্সি মনির ও হারিজুলের কিশোর গ্যাং ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট রক্ষকে ভক্ষক, তাই উন্নয়ন হয় না গ্রামীণ জনজীবনে, উন্নয়ন কাগজে ও কলমে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস মোহাম্মদপুর তুরাগ হাউজিংয়ের মাদক সম্রাজ্ঞী আসমা গংদের বেপরোয়া মাদক বানিজ্য দেখার কেউ নেই! :পর্ব -১ আমরা গণতন্ত্রে বিশ্বাসি বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া মির্জাগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ
সব আদালতে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

সব আদালতে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

Isolated monitoring cameras on blue sky

আদালত প্রতিবেদক: দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, ফটক ও আশাপাশে সিসি ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তা গ্রহণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

 

সোমবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে সব আদালতে নিরাপত্তা জোরদারের বিষয়টি বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধস্তন দেওয়ানী আদালতে মোকদ্দমাসমূহের নথিতে বিচারপ্রার্থী জনগণের মূল দলিল/ ডকুমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে। আদালতের হেফাজতে থাকা এসব দলিলাদি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি বা নষ্ট হলে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন।

 

প্রজ্ঞাপনে আদালত ও ট্রাইব্যুনালের এক মাস বিভাগ, প্রতিটি ফটক ও আদালতের বাইরে সিসিটিভি স্থাপন করা, আদালত ভবনের বাইরে ও ভেতরে নিরাপত্তা প্রহরী দ্বারা সার্বক্ষণিক পাহারা দেওয়া, আদালত ভবনের দরজা ও জানালাগুলো গণপূর্ত বিভাগ পরীক্ষা করেছিল। সেগুলো আরও মজবুত করা এবং দরজা ও জানালাগুলো নতুন করে স্থাপন করা, আদালত চত্বরে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করতে বলা হয়েছে।

 

এছাড়া মামলা সংশ্লিষ্ট নথিপত্র নিরাপদ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা, আদালতে ব্যবহারে নির্মিত মানসম্মত ফার্নিচার/লকার নিশ্চিত করা, আদালত সীমানার চারিদিকে সিকিউরিটি পোস্ট স্থাপন করা, জরুরি ভিত্তিতে সারাদেশের আদালত এলাকায় রাতে সার্বক্ষণিক পুলিশের টহল জোরদার, অবকাশকালীন আদালত ভবনের বিশেষ নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ, প্রত্যেক আদালত ও ট্রাইব্যুনালের কর্মকালীন পর্যাপ্ত পুলিশ প্রহরার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com