বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জেমসের গানে মাতাল জীবন সঙ্গী নৃত্যশিল্পী নামিয়া আনাম সমুদ্রপথে পাচারের সময় ২৯ জন উদ্ধার, আটক ৩ রাজনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংককে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে: পিআরআই আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ১১ তরুণ-তরুণী আটক সেনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ শিক্ষকদের বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা দেশজুড়ে বিনিয়োগ: শিক্ষা বিস্তারে জেলা–উপজেলা প্রশাসনকে যুক্ত করছে বিএসইসি এস এম বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান শাহজালালে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি

জিমেইল না খুলে মেইল পাঠানোর উপায়

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩০১

আইটি ডেস্ক : বর্তমানে বিভিন্ন কাজের ক্ষেত্রে মেইল পাঠানোর জন্য অন্যতম জনপ্রিয় প্ল্যাটফরম জিমেইল। ডেস্কটপ ছাড়া মোবাইলের মাধ্যমেও খুব সহজেই ব্যবহার করা যায় জিমেইল। যার রয়েছে বিভিন্ন ধরনের ফিচার। তবে অনেকেই হয়তো জানেন না যে, জিমেইল না খুলেও খুব সহজে সেন্ড করা সম্ভব মেইল।

২০১৯ সালের এপ্রিলে গুগলের এ সেবাটিতে প্রথম শিডিউলিংয়ের বিকল্পটি যোগ করা হয়েছিল। এ ফিচারের মাধ্যমে যদি নিজেদের ছুটির দিনে একটি মেইল পাঠাতে হয়, তার জন্য ল্যাপটপ বা জিমেইল ওপেন করার দরকার নেই। এ ফিচারটি ভবিষ্যতে নির্বাচিত তারিখ এবং সঠিক সময়ে পাঠানোর জন্য মেইল প্রস্তুত করে রাখে।

ডেস্কটপ ওয়েব ব্রাউজারে মেইল শিডিউল করার উপায়

প্রথমেই gmail.com-এ যেতে হবে এবং একটি নতুন ই-মেইল তৈরি করতে হবে। এবার SEND-এ ক্লিক না করে পাশের ছোট ড্রপ ডাউন অপশনে ক্লিক করতে হবে। এরপর নীল বোতামের পাশে থাকা ত্রিভুজটিতে ক্লিক করতে হবে। তারপর Schedule Send অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রস্তাবিত সময়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে অর্থাৎ যে যখন বার্তা পাঠাতে চায় সেই সময় এবং তারিখ নির্বাচন করতে হবে।

মোবাইলে মেইল শিডিউল করার উপায়

প্রথমেই মোবাইলে gmail.com ওপেন করতে হবে। এরপর কম্পোজ অপশনে ক্লিক করতে হবে এবং একটি নতুন ইমেইল লিখতে হবে। তারপর উপরের ডানদিকে তিনটি ডট দেখাবে, সেখানে গিয়ে Menu অপশনে ক্লিক করতে হবে। এরপর Shedule Send অপশনে ক্লিক করতে হবে।

তারপর Pick date & Time বিকল্পের সঙ্গে কিছু প্রিসেট বিকল্প দেখতে পাওয়া যাবে। এরপর ম্যানুয়ালি তারিখ এবং সময় লিখতে, নিজেদের পছন্দ অনুযায়ী তারিখ এবং সময় নির্বাচন করতে হবে। তারিখ এবং সময় নির্বাচন করার পরে Shedule Send অপশনে ক্লিক করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com